প্রথম পরিচয়
- সুমন ভৌমিক
আজ তোমার সনে আমার প্রথম পরিচয়,
না, ঠিক প্রথম বলা যায় না,
এর আগে তোমার নাম শুনেছি অনেকবার,
বারে বারে করেছি চেষ্টা তোমার সনে দেখা করিবার।
কিন্তু উপায় হয়ে উঠেনি কোনবার, অবহেলা, লাঞ্ছনায় আমি পশ্চাতে পড়িয়াছি- প্রত্যেকবার।
কারন আমি বছর আষ্টেকের প্লাটফর্মের এক বালক
ধুলো মাখা জামা, কাদা মাখা গা
ফ্যাকাশে সাদা মুখ, নোংরা মাখা পা।
কিন্তু বিশ্বাস করো,
আমারও মনের মানস পটে
শত শত শতদল আজও হইয়া আছে প্রস্ফুটিত,
তোমার চরন পদ্মে তাদের করিব অর্পিত।
আরও কত শত সহস্র কমল,
অপেক্ষায় তোমার আগমনী
তারা অনেক আগেই শুনিতে পাইয়াছে তাদের - মরন বানী।
গত পাঁচ বৎসর হইতে, আমার মনের অনন্ত গভীরে
কত শত ব্যর্থ চেষ্টার পর অঙ্কন করিয়াছি তোমারে।
কখনো বা শরতের শ্বেত শুভ্র কিউমুলাসে,
কখনো বা গাঁয়ের কোলে দোলা শত শত কাশে,
কখনো বা শান্ত, সিন্গ্ধ রূপনারায়নের জলে,
কখনো বা শরত শিশিরে, ভোরের শিউলি ফুলে।
কিন্তু আজ প্রথম পরিচয়ে
থমকে গেল আমার সমস্ত মনটা
" চেনা তোমাকে দেখলাম, অচেনার গাম্ভীর্যে।"
তোমার সঙ্গে আজ প্রথম পরিচয়ে,
আমার মানস পটে আঁকা চিত্র মুছে গেল,
ভেঙে গেল শরতের বজ্র নিনাদে,
ভেসে গেল উচ্ছস্বিত, গর্জনরত রূপনারায়নের জলে,
খসে গেল, ঝরে যাওয়া ভোরের শিউলি ফুলে।
সেই পুরোনো তোমাকে আজ চিনিলাম এক নতুন রূপে
শত কোটি প্রণাম জানাই আমার বক্ষ হতে।
আমার কাছে ছিলে মা, অন্য রূপে তুমি
তোমার নতূন রূপ দেখে আজ অভিভূত আমি।
আমার কল্পিত, অঙ্কিত দুর্গা তো আসিবে এক্ষুনি,
তোমার প্রণাম নিতে,
হঠাৎ আসিল ছোট্ট, খুব ছোট্ট একটি মেয়ে,
লাল পাড়, সাদা শাড়ি, কাশ ফুল হাতে।
এই তো আমার দুর্গা, আমার পৃথিবী,
হাত জড়ো করিয়া কন্যা বলিল- 'প্রণাম দেবী' ।।
- সুমন ভৌমিক
আজ তোমার সনে আমার প্রথম পরিচয়,
না, ঠিক প্রথম বলা যায় না,
এর আগে তোমার নাম শুনেছি অনেকবার,
বারে বারে করেছি চেষ্টা তোমার সনে দেখা করিবার।
কিন্তু উপায় হয়ে উঠেনি কোনবার, অবহেলা, লাঞ্ছনায় আমি পশ্চাতে পড়িয়াছি- প্রত্যেকবার।
কারন আমি বছর আষ্টেকের প্লাটফর্মের এক বালক
ধুলো মাখা জামা, কাদা মাখা গা
ফ্যাকাশে সাদা মুখ, নোংরা মাখা পা।
কিন্তু বিশ্বাস করো,
আমারও মনের মানস পটে
শত শত শতদল আজও হইয়া আছে প্রস্ফুটিত,
তোমার চরন পদ্মে তাদের করিব অর্পিত।
আরও কত শত সহস্র কমল,
অপেক্ষায় তোমার আগমনী
তারা অনেক আগেই শুনিতে পাইয়াছে তাদের - মরন বানী।
গত পাঁচ বৎসর হইতে, আমার মনের অনন্ত গভীরে
কত শত ব্যর্থ চেষ্টার পর অঙ্কন করিয়াছি তোমারে।
কখনো বা শরতের শ্বেত শুভ্র কিউমুলাসে,
কখনো বা গাঁয়ের কোলে দোলা শত শত কাশে,
কখনো বা শান্ত, সিন্গ্ধ রূপনারায়নের জলে,
কখনো বা শরত শিশিরে, ভোরের শিউলি ফুলে।
কিন্তু আজ প্রথম পরিচয়ে
থমকে গেল আমার সমস্ত মনটা
" চেনা তোমাকে দেখলাম, অচেনার গাম্ভীর্যে।"
তোমার সঙ্গে আজ প্রথম পরিচয়ে,
আমার মানস পটে আঁকা চিত্র মুছে গেল,
ভেঙে গেল শরতের বজ্র নিনাদে,
ভেসে গেল উচ্ছস্বিত, গর্জনরত রূপনারায়নের জলে,
খসে গেল, ঝরে যাওয়া ভোরের শিউলি ফুলে।
সেই পুরোনো তোমাকে আজ চিনিলাম এক নতুন রূপে
শত কোটি প্রণাম জানাই আমার বক্ষ হতে।
আমার কাছে ছিলে মা, অন্য রূপে তুমি
তোমার নতূন রূপ দেখে আজ অভিভূত আমি।
আমার কল্পিত, অঙ্কিত দুর্গা তো আসিবে এক্ষুনি,
তোমার প্রণাম নিতে,
হঠাৎ আসিল ছোট্ট, খুব ছোট্ট একটি মেয়ে,
লাল পাড়, সাদা শাড়ি, কাশ ফুল হাতে।
এই তো আমার দুর্গা, আমার পৃথিবী,
হাত জড়ো করিয়া কন্যা বলিল- 'প্রণাম দেবী' ।।
No comments:
Post a Comment