অভিনেতা
- সুমন ভৌমিক।
বেজায় হাসিখুশি, মন্ত্রমুগ্ধ এক নায়ক
দূর হইতে তাকে দেখিল, সাধারন এক দর্শক।
যাত্রা শেষে, আসিয়া তাহার পাশে, কহিল আনন্দেতে-
আমার কথা, থাকবে লেখা, সবার প্যারাগ্রাফে
অনেক কথা, উঠে স্টেজে, বলব আমি হেসে
টেলিভিশনে, দেখবে সবাই, আমায় ছদ্মবেশে।
পাখির মতো মেলব ডানা, সারা আকাশেতে
পোশাক-আশাক, খাবার-দাবার থাকবে রাশি রাশি
শুনিয়া তাহার কথা,
তুমি ভাবো সর্ব সুখ, হাসি ভরা, আমার জীবনময়,
শোনো তোমায়, বলি আজ, হাসির এক কথা-
No comments:
Post a Comment