সত্যের সন্ধান
ঘন ঘন মুখোশের ভীড়ে
আজ আমি হারিয়ে গিয়েছি
সমুদ্রের ব্যস্ত ঢেউয়ে
কেউ খোঁজনা আমায়।
খাপ ছাড়া অভিনয়ে
পুরোনো মুখগুলো ভীড় করে
সস্নেহে আবারও আমায়
কখনও বা আশেপাশে
কখনও বা পথে ঘাটে
কখনও বা অচেনা রাস্তার মোড়ে
কখনও বা মাস পরে
কখনও দশক পরে
কখনও বা একলা অন্ধকারে
অজানা আশার ভীড়ে
অচেনা অন্ধকার আসে
কত যে নিশাচর ওড়ে
মুখের সন্ধান, মুখোশের আড়ালে
কবেই যে দিয়েছি ছেড়ে
হৃদয়ের অন্তরে,
পুষে রাখা আশারআলো
কবে যেন পাখি হয়ে,
কোনো ভীষণ কোকিল আঁধারে
আমি বসিয়া আছি যতনে
দূরে শত আলোকবর্ষ দূরে
যেন দেখা যায় আশার আলো
হৃদয় অভ্যন্তরের সেই চেনা পাখি
এক অসম উর্দ্ধশ্বাসে
ছুঁড়ে ফেলিয়া সম্মান
কে যেন মনের অভ্যন্তরে বলে
বৃথা তোমার এই সত্যের সন্ধান।।
No comments:
Post a Comment