বন্ধু বিদায়
- সুমন ভৌমিক
ওহে আদিত্য, তুমি শুনিতে কি পাও আমার কথা
আমি জানি তুমি বড্ড একা।
আজ তাই আমি এসেছি তোমার পাশে
তোমার প্রিয় বন্ধু হয়ে।
জানি আমি,
রাত জাগা তারা,
দেয় তোমায় মিথ্যে আশ্বাস বারেবারে
ওরা আবার লুকিয়ে যায় তোমার আগমনে
ধ্রুব সত্যের মতো, ধ্রুবতারা
সেও চলে যায় করে ছলনা,
তুমি তারে খোঁজ চারপাশ
তবে তার দেখা মেলে না,
সবশেষে হাসি মুখে ওঠ তুমি
উড়ো চিঠি গুলো হাসি মুখে উড়ে যায়
অনুসরন করে তোমার ঠিকানা,
কিন্তু হায়,
কোনো মাঝ রাস্তায়
তোমার জ্বলন্ত উত্তাপে
তাদের বসন্ত ভরে যায় নীলে
গুঁড়ো হয়ে পড়ে নিয়মের জালে
কালো কালো ছাই হয়ে ওড়ে
কালো কালো ছাই হয়ে ওড়ে
খুঁজে নেয় অন্য ঠিকানা,
বসন্তে লেখা পত্র
প্রেমের ভাষা গুলো আসে ভেসে
কোনো এক শূণ্যস্থানে এসে
কোথায় হয়ে যায় নিরুদ্দেশ
তোমার নিকট আর যেতে পারেনা।
সহনুভূতির বরফ গুলো
স্নেহের ঠান্ডা পরশ গুলো
জল হয়ে কোথায় চলে যায়
তোমার চোখের জল,
হয়তো বাষ্প হয়ে
কোথায় উবে যায়
তুমি নিজেই জান না
আমরা ভাবি সুখী তুমি
হয়ত বা তোমার চোখের জল
লুকিয়ে রাখ তুমি করিয়া যতন
অনেকটা ঠিক পিতার মতন,
কোনো এক কালে
মেঘের আড়ালে
লুকিয়ে যাও মোদের দৃষ্টি হতে
হয়ত তখন নির্ঝর বেগে
তোমার আঁখিজল আসে নেমে,
মেঘের অন্তরালে পৃথিবী বুকে বৃষ্টি আসে নেমে
তোমার চোখের জলে
সবাই দুহাত তুলে
জীবনের জীর্ন জ্বালা ভুলে
জানি তুমি ভাষ্কর
মনের অন্তর ,
তোমার ব্যথার সাগর
মোদের তরে
তুমি আপনারে জ্বালায়েছ
শত ত্যাগ তুমিই করিয়াছ
ওহে বন্ধুবর, ওহে তপন
মোদের প্রণাম তুমি করহ গ্রহন।
লাল আঁখি ভরে
রবি শুধু চাহে
ক্লান্ত বেলাশেষে
রক্তিম আভায় সারা গগন ভাসে
অস্তগামী অরুন শুধু হাসে
যাওয়ার আগে শুধু বলে-
No comments:
Post a Comment